শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

অগ্নিঝরা দিন

হানিফ রাজা
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
অগ্নিঝরা দিন

অগ্নিঝরা বৈশাখ মাসে

ভ্যাপসা গরম লাগে,

তপ্ত রোদে শরীর কাঁপে

মনের শান্তি ভাগে।

\হরোদের তাপে দেহ থেকে

ঘাম ঝরিয়ে পড়ে,

খাল-বিল সবই যায় শুকিয়ে

আগুন শুধু ঝরে।

অগ্নিঝরা খরার দিনে

হয় না কোনো বৃষ্টি,

দহন জ্বালায় কাঁদছে সবাই

ক্যামনে বাঁচবে সৃষ্টি।

প্রখর রোদে রাস্তা ঘাটে

আগুনেরই খেলা,

সূয্যি মামা ভুবন মাঝে

বসায় তাপের মেলা।

তীব্র দাহে জ্বলছে ধরা

বাড়ছে তাপের মাত্রা,

বাঁচতে হলে সবাই করো

গাছ রোপণের যাত্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে