\হখোকামণি ভোর বেলাতে
\হডেকে বলছে মাকে,
সকাল হলেই সূর্য উঠে
পাখি ডাকে শাখে।
শিশির ভেজা ঘাসের বুকে
খালি পায়ে হেঁটে,
\হখোকামণি মন আনন্দে
যায় দিগন্তে ছুটে।
সকাল গেল দুপুর গেল
বিকেল গড়ায় শেষে,
সন্ধ্যা হলে খোকামণি
ঘরে আসলো হেসে।
মা বললো খোকা আমার
কি দেখিলে আজ?
পাহাড় নদী ঝরনাধারা
সব বিধাতার সাজ।