শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মে দিবসের কথা

শচীন্দ্র নাথ গাইন
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
মে দিবসের কথা

সারাদিন যায় গতর খেটে রাতটা কাটায় বস্তিতে

পায় না কাজের মূল্য সঠিক, তাই থাকে না স্বস্তিতে।

\হখোঁজার চেষ্টা করে মালিক কিনতে শ্রম সস্তাতে

যতই খাটুক ভূতের মতো হয় না খুশি বস তাতে।

যাদের দেহের রক্ত-ঘামে কারখানাতে পণ্য হয়

নিচুতলার মানুষ বলে নিত্য তারা গণ্য হয়।

অর্থনীতির চাকা সচল রাখে যারা দেশটাতে

তারাই থাকে অর্ধাহারে, সুপেয় পানির তেষ্টাতে।

ন্যায়-ন্যায্য দামটা পাবে রোজ খেটে আট ঘণ্টাতে

\হমোটা কাপড় মোটা ভাতে থাকবে খুশি মনটাতে।

শিকাগোতে অনড় ছিল এই দাবি আর যুক্তিতে

নির্যাতিত হয়েও তারা বাধ্য করে চুক্তিতে।

তখন থেকেই মে দিবসের একদিন কাজ বন্ধ হয়

তথাপি সেই দাবি নিয়ে আজও দেখি দ্বন্দ্ব হয়।

মে দিবসের চুক্তিগুলো রাখলে মনের মর্মতে

\হদেশ এগিয়ে সামনে যাবেই, মাতবে শ্রমিক কর্মতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে