খুকির আঁকাআঁকি

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

মোখতারুল ইসলাম মিলন
এই যে কতো আঁকছে দেখ ফুল পাখিদের ছবি, ভোরের পরে ছড়ায় আলো পুব আকাশে রবি। সবুজ পাতার ডালের উপর কোকিল পাখি বসে, গানের সুরে কিচিরমিচির করছে রসে রসে। আঁকাবাঁকা নদীর তীরে ডিঙি আছে পড়ে, কয়দিন পরেই নদী আবার জলে যাবে ভরে। এমন রূপের হাজার ছবি খুকি হাতে আঁকে, নিত্যদিনই নিয়ম করে পড়াশোনার ফাঁকে।