শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কালবোশেখি

ফরিদ সাইদ
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
কালবোশেখি

বোশেখ এলে যখন তখন

বাউরি বাতাস ছোটে

আম কুড়িয়ে শিশুর মুখে

মধুর হাসি ফোটে।

এলোমেলো পথের ধুলো

চোখে-মুখে লাগে

দৌড়ে সবাই নিরাপদে

কে যাবে কার আগে।

কালবোশেখি ডাল ভেঙে দেয়

উড়ে ছনের চালা

গাঁয়ের লোকে বোঝে ভালো

বোশেখ মাসের জ্বালা।

খা খা রোদে, ঝড়-তুফানে

ফসল ফলায় যারা

কৃষক শ্রমিক সোনার মানুষ

ভালো থাকুন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে