শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নেমে এলো বৃষ্টি

জহিরুল হক বিদু্যৎ
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
নেমে এলো বৃষ্টি

টুপটাপ ঝুপঝাপ, নামে ওই বৃষ্টি,

হিমহিম রিমঝিম, কি অপূর্ব সৃষ্টি!

ভনভন শনশন, লাগে যে ঝাপটা,

ভীরু মন উচাটন উৎসুক রাতটা।

তরুলতা ক্ষণে ক্ষণ উন্মন কম্পন,

আম জাম লিচু ফল যৌবনে মৌবন।

কটমট ঠকঠক বৃক্ষের আসফাঁস,

যমদূত এলো শুনে ভয়ার্ত রাজহাঁস।

মেঠোপথে রাজপথে লোকজন শূন্য,

ধরণির বুক আজ জলে হবে পূর্ণ।

পাখিকুল যে ব্যাকুল, বৃষ্টির ঝঞ্ঝায়,

শাবকের কান্নায় মা করে হায়! হায়!

চাঁদমুখ দেয় ডুব মেঘলা আকাশে,

বিজলির চমকানি মেঘ ও বাতাসে।

নিশাচর পাখি সব দেয় ভয়ে উঁকি,

ঘাসগুলো বৃষ্টি ছুঁয়ে খুব হলো সুখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে