গ্রাম
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
কোমল দাস
বানিয়ে পাতার বাঁশি বাজালাম যেই
এক লোক ডেকে বলে এই খোকা এই,
থেমো না থেমো না তুমি বাজাও না আরো
যতটুকু পারো বাবা জোরে সুর ছাড়ো।
কতকাল শুনি না যে এ বাঁশির সুর
বোঝো বাবা এই সুর কী যে সুমধুর?
শহরে এসেছি আমি পেটটার দায়ে
বহুদিন হয় নাই যাওয়া তাই গাঁয়ে।
গাঁয়ে থেকে এই বাঁশি শুনতাম রোজ
কি করে গো এ শহরে পেলে এর খোঁজ?
আমি বলি কাল এটা মামা শিখিয়েছে
লোক বলে এই মন গাঁয়ে চলে গেছে।
গাঁয়ে আছে কত কিছু নদী বিল খাল
গাছে গাছে ধরে কতো আম জাম তাল,
তিলেখাজা নাড়ু মুড়ি সন্দেশ ছানা
গ্রামে মেলে আরও বহু খাঁটি সব খানা।
বাংলার গ্রামগুলো কী যে সুন্দর,
গাঁয়ে গেলে সুখ লাগে ভরে অন্তর।