রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

শৈশবের ঈদ

আজাদ হোসেন
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
শৈশবের ঈদ

আবার যদি ফিরে পেতাম

শৈশবের সেই ঈদ!

ঈদ আনন্দে আগের রাতে

হারিয়ে যেত নিদ।

চাঁদটা দেখার জন্য সবার

করত সবাই ভিড়,

ফিরনি সেমাই মিঠাই দিয়ে

রাঙা হতো নীড়।

খুব সকালে ঠান্ডা জলে

হতো সবার স্নান,

শৈশবের সেই ঈদটা মানে

আনন্দেরই বান।

ঈদের মেলায় কিনতাম বেলুন

সাথে সুরের বাঁশি,

শৈশবের সেই ঈদটা মানে

সবার মুখে হাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে