সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

আমার আছে স্বাধীনতা

খায়রুল আলম রাজু
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
আমার আছে স্বাধীনতা

ফুলের মতন মেঘের শিশুর

ফুটল যেদিন বুলি,

হাসছিল বন এবং গাছের

নরম পাতাগুলি...

আকাশ পাড়ে নীল তারারা

পুতুল-পুতুল খেলে-

বরফ রঙের ঘাস ফুলেরা

ছোট্ট দু'চোখ মেলে।

শাপলা পাতা, পদ্ম-গোলাপ

রঙিন হতে হতে...

আপন ভুবন গড়ল তারা

খোদার অভিমতে।

বনের পাখি, এই প্রকৃতি

সবার কাছে শিখি;

আমার আছে স্বাধীনতা

গান-কবিতায় লিখি...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে