লাল-সবুজের ওই পতাকা স্বাধীনে
জীবন দিল লক্ষ যুবক ওই দিনে
মানব না হার থাকব না আর ঐ
ভিনদেশি আর রক্ত চোষার অধীনে।
তাই নিয়েছি একাত্তরে অস্ত্র তুলে
সবাই সবার আপন আপন সব ভুলে
যুবক-কিশোর-যুবতী-নারী সব মিলে
উদ্ধারে দেশ যা রাক্ষস নেয় গিলে।
স্বাধীন হবে স্বাধীন হবে এই বাসনায়
লড়তে সবাই অস্ত্র হাতে যুদ্ধতে যায়
অধীন ছেড়ে স্বাধীন হবে ভাষার জন্য
তাই ঘর ছেড়ে পুরুষেরা হয়েছে বন্য।
দীর্ঘ নয় মাস পরে স্বাধীনতার সুখ
আনন্দ আর আহ্লাদে ভরে যায় বুক
সবুজ-শ্যামল এই দেশ হয় স্বাধীন
এখন আমি মুক্ত নই কারো অধীন।