ছিলে তুমি আছ তুমি
প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০
শাহীন পরদেশী
বিজয় আমার বিজয় তোমার শত ফুলের হাসি
বিজয় পেয়ে রাখাল ছেলে বাজায় মধুর বাঁশি।
তোমায় পেতে রক্ত দিল নারী পুরুষ সবে
সাহস দিল শক্তি দিল বিজয় হবেই হবে।
মুজিব তোমার মধুর ডাকে সবাই মাঠে গেল
অবশেষে রক্তলালে বিজয় জাতি পেল।
মুজিব তুমি সবার মনে আছ মরেও বেঁচে
পাড়ার সকল শিশু, মুজিব গাইছে নেচে নেচে।
তোমার নামটি হৃদয় মাঝে লেখা আছে শক্ত
মুজিব তোমার বাংলা জুড়ে আছে সদা ভক্ত।
ছিলে তুমি আছ তুমি থাকবে সবার মনে
বীরের জাতির মুখে তুমি আছ ক্ষণে ক্ষণে।