মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

হারিয়ে যাব

মুজাহিদ আল কারিম
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হারিয়ে যাব

সবুজ বনে হারিয়ে যাব

ফুল-পাখিদের কাছে

যেথায় রঙিন প্রজাপতি

নূপুর পায়ে নাচে।

ডানপাশে যার উঁচুপাহাড়

একটুকু গ্রাম বায়ে

ভরদুপুরে সেথায় আমি

রোদ মাখাব গায়ে।

আমায় দেখে খিলখিলিয়ে

উঠবে ফড়িং হেসে

রংধনুটাও ওই আকাশে

উঠবে তখন ভেসে।

পাতার ফাঁকে পাখপাখালি

ডাকবে কূজন তুলে

পাখির গানে মুগ্ধ হয়ে

যাব সবই ভুলে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে