মা গো তোমায় বাংলা ভাষায়
মা বলেই ডাকি,
তোমার তরে শ্রদ্ধা ভরে
নত করি আঁখি।
দোয়েল শ?্যামা মায়ের ভাষায়
ডাকে মধুর সুরে,
যেদিক খুশি আপন ডানায়
যায় যে ওরা উড়ে।
অ আ ই ক খ গ ঘ
আমার প্রাণের ভাষা,
এই ভাষাতে কথা বলে
মেটে মনের আশা।
বাংলা ভাষার জন্য যারা
দিয়ে গেলে প্রাণ,
তোমরা শহীদ তোমরা অমর
তোমরা জাতির মান।