একুশ তারিখ মনে পড়ে
সেই হারানো মুখ,
বর্ণমালার জন্য যারা
রক্তে ভেজায় বুক।
এই ভাষাতে কাঁদি আবার
এই ভাষাতে হাসি,
বাংলা তোমায় সত্যি আমি
ভীষণ ভালোবাসি।
একুশ মানে দামাল ছেলের
ছিনিয়ে আনা জয়,
এই একুশের সকল চাওয়া
পূরণ যেন হয়।