একুশ মানে রাষ্ট্রভাষা রক্তরাঙা ফাগুন
বুকের ভেতর জ্বলতে থাকা ধিকি ধিকি আগুন।
একুশ মানে কৃষ্ণচূড়ার নুইয়ে পড়া ডালে
তপ্তসীসা বুকে খোকা লুটায় রক্ত লালে।
একুশ মানে এক তারাতে লালনগীতির সুরে
ভায়ের মায়ের আহাজারি ঢাকার আজিমপুরে।
একুশ মানে রংতুলিতে বর্ণমালার আল্পনা
ছড়াকারের ছন্দমাত্রায় ভাবুক মনের কল্পনা।
একুশ মানে গ্রন্থমেলায় নতুন বইয়ের ঘ্রাণে
রাখালিয়া বাঁশির সুরে আকুল করা প্রাণে।
একুশ মানে প্রভাতফেরি মায়ের ভাষার গানে
নগ্নপায়ে ছোটে সবাই শহীদ মিনার পানে।