মিছিল

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আলমগীর কবির
মিছিল মিছিল কীসের মিছিল মিছিল ছিল আলোর, ভোরের দেখা হয় পেতে হয় রাত পেরিয়ে কালোর। মিছিল মিছিল কীসের মিছিল মিছিল ছিল আশার, মিছিল ছিল স্স্নোগানমুখর ভাইয়ের ভালোবাসার। মায়ের ভাষায় বলব কথা ছিল প্রাণের চাওয়া, সেই মিছিলে রক্ত শকুন করল গুলি, ধাওয়া! ভাইয়ের রক্তে রাঙা হলো বর্ণমালা প্রাণের, ভালোবাসার সুর ছড়াল পাখি যত গানের।