বইমেলায় আজব কান্ড
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এনাম আনন্দ
বইমেলাতে গিয়ে দেখি চলছে শোরগোল
রঙিন রঙিন বইয়ের পাতায় বানর বাজায় ঢোল!
সাহস করে সামনে গিয়ে যেই না দাঁড়াই ফাঁকায়
আমায় দেখে সিংহ মামা ঘাড় ঘুরিয়ে তাকায়!
আমি যখন বললাম তাকে তুমি বনের রাজা
আদর করে খেতে দিল দেশি তিলের খাজা।
কী যে মজা তিলের খাজা যে খেয়েছে বোঝবে
প্রতি বছর মেলায় এসে তিলের খাজা খোঁজবে।
টা টা বলে বিদায় নেওয়ায় মামা করল রাগ
দু'টি স্টল সামনে দেখি ডোরাকাটা বাঘ!
আমার দিকে তাকিয়ে সে খিলখিলিয়ে হাসে
হরিণ-খরগোশ বাসা আছে বাঘ মামার ওই পাশে!
শিশু-কিশোর বুড়ো জোয়ান ঘুরতেছে ড্যাং ড্যাং
হাতির দাঁতে ঝুলে আছে কোলা বেঙের ঠ্যাং!
বইমেলাতে এমন কান্ড কেউ দেখেনি আগে
প্রতিদিনই মেলায় আসতে মনে ইচ্ছে জাগে।