মধুর বুলি

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

খোরশেদ আলম
শিশুর মুখে মধুর বুলি মায়ের মুখে হাসি সব শিশুরা আপন জানি তোদের ভালোবাসি। হাসতে পারে খেলতে পারে আঁকতে পারে ছবি খোকন সোনা চাঁদের কণা জোছনা রাতে রবি। অনেক বড়ো মানুষ হবে করলে পড়ালেখা সুখের ছবি আঁকবে তুমি ভুবন হবে দেখা। শিশুর মনে নানান কথা ফুলের মতো ফোটে আপন মনে সারাটা দিন খেলনা নিয়ে ছোটে।