বাড়াই হাত

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

শেখ বিপস্নব হোসেন
সরষে ফুলের মুচকি হাসি মিষ্টি ভীষণ খুব, আলতো শীতে নরম রোদে দারুণ দিতে ডুব। শীত-সকালে খেজুর রসের মিষ্টিকড়া ঘ্রাণ, মায়ের হাতের শীতের পিঠা খেলেই ভরে প্রাণ। শীতের দিনে গাঁয়ের ছবি লাগে অপরূপ, সন্ধ্যারাতেই পাড়াগাঁয়ের সবাই যেন চুপ। শীতের দিনে গরিব-দুখির কষ্টে কাটে রাত, তাদের কষ্ট লাঘব করতে এসো বাড়াই হাত!