এলো হিম শৈত্য
শৈত্য না দৈত্য?
ছোটে হিম-হিমানি
গাঁয়ে ঝিমঝিমানি
কাঁপে লোক ঠকঠক
কমে গেছে বকবক
নিশি নয় চুপচাপ
শিশিরের টুপটাপ
কুয়াশার আহারও
বড় বড় পাহাড়ও
হলুদিয়া পত্তর
ঝরে যাবে সত্বর
\হরৌদের পরশে
মন হাসে হরষে
জ্বেলে খর-লাকড়ি
তাপ নেওয়া চাকরি
গাঁয়ে-গাঁয়ে পিকনিক
মনগুলো দিক-নিক
দাঁত কাঁপা গীতটা
দিয়ে যায় শীতটা।