শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

প্রিয় ঋতু

কবির কাঞ্চন
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রিয় ঋতু

শীতের সকাল মিষ্টি সকাল ফিরনী খাওয়ার ক্ষণ

শীতের পিঠা কী যে মিঠা বলছে আমার মন।

কনকনে এই শীতের দিনে খেয়ে স্বস্তি পাই

ভালো লাগে রবির আলো লাগে যখন গা'য়।

ক্ষেতে ক্ষেতে ঘরে ঘরে সোনা মাখা ধান

সমীরণে ভেসে আসে কিষান ভাইয়ের গান।

শীতের প্রকোপ বেড়ে গেলে সন্ধ্যা-নিশিকালে

উম খুঁজে পাই মোটা জামাই উম খুঁজে পাই শালে।

শীতে আসে কত পাখি হাওড় বিলেঝিলে

রূপে রূপে দেশটা আমার স্বর্গরূপে মিলে।

কাঁথা-কম্বল জ্যাকেট হলো শীতের আসল ধন

শীতই আমার প্রিয় ঋতু বলছে আমার মন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে