বছর ঘুরে এলো ফিরে হিমেল হাওয়ার শীত
শীতের দিনে নূপুর বাজায় ঝরাপাতার গীত।
মনের সুখে কিষান করে শীত-ফসলের চাষ
সকালবেলায় মনটা কাড়ে খেজুররসের বাস।
রোজ সকালে ঘাসের ডগা শিশির-জলে নায়
স্বেত-কুয়াশার চাদর জড়ায় সূর্যিমামার গায়।
সেই চাদরের আদর নিয়ে শীতের বুড়ি আয়
মায়ের হাতের পিঠা খেতে মনটা কেবল চায়।
শীতের দিনে জেগে ওঠে নদীর দু'টি কূল
সর্ষে-খেতে হর্ষে নাচে হলুদ রঙের ফুল।
হলুদ ফুলের হাসি দেখে উতলা হয় মন
পাখির গানে মেতে ওঠে হরিৎ বরণ বন।
সোনারোদে ঝিলিক মারে সবজি-শাকের মাঠ
শীত-ফসলের পসরা সাজায় গ্রাম শহরের হাট।
খোকাখুকুর মনটা নাচায় নতুন বইয়ের পাঠ
শীতের দিনে স্নানে হাসে রোদেল পুকুর-ঘাট।