প্রযুক্তি
প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
রিয়াজ মাহমুদ রাতুল
মোবাইল-ফোনের ভিড়ে আমি
চাঁদমামাকে খুঁজি।
খোলা আকাশ, রাতের উঠোন
কই হারালো বুজি?
কই গেল মোর ব্যস্ত বিকাল
খেলার মাঠে মাঠে?
থমকে গেছে সবকিছু আজ
প্রযুক্তির চৌ-কাঠে!
বল না দিদি কোথায় গেল
ঢেকিতে ধানভানা?
কই হারালো গানের আসর
চায়ের আড্ডাখানা?
কোথায় গেল শীত সকালে
পিঠাপুলির ধুম?
মোবাইল ফোন হায় কেড়ে নিল
রাত গভীরের ঘুম!
প্রযুক্তি আজ বিশ্বজুড়ে
ফেলছে যেমন প্রভাব।
আসবে সময় হবে যখন
সংস্কৃতির বেশ অভাব!