কুয়াশাতে ছেয়ে গেছে
তেপান্তরের মাঠ,
আঁকাবাঁকা মেঠোপথ আর
শান বাঁধানো ঘাট।
শীতের দিনে খেজুর গাছে
ঝুলে রসের হাঁড়ি
সে রস পেরে বিক্রি করে
ঘোরে সবার বাড়ি।
গরম গরম ভাঁপা পিঠা
নারিকেলের পুলি,
দুধ মাখানো চিতই পিঠার
স্বাদটা কেমনে ভুলি?
বাংলাদেশের গাঁও-গেরামে
পিঠাপুলির গ্রাণ,
হরেক রকম পিঠার ঘ্রাণে
জুড়ায় আঁখি-প্রাণ।