সেই মানুষের তরে
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
এম. আবু বকর সিদ্দিক
শীত পড়েছে শীত বেড়েছে
শীত এসেছে ধেয়ে,
বরফ মাখা চাদর পরে
বইছে হিমেল মেয়ে।
হাঁড়কাঁপানো শীত পড়েছে
হাটে মাঠে নায়ে,
প্রবল শীতে কাঁপছে মানুষ
শহর বন্দর গাঁয়ে।
লেপ, তোষক আর জ?্যাকেট কম্বল
নেই তো কারও বসে,
গরম জামা জুতো মোজা
পরছে সবাই কষে।
গরম কাপড় বিহনে যে
কাঁপছে কুঁড়েঘরে,
চলো বন্ধু হাতটা বাড়াই
সেই মানুষের তরে।