শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সূর্য ওঠা ভোর

মো. নুরুজ্জামান সবুজ
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
সূর্য ওঠা ভোর

রাত্রি শেষে যেই খুলেছি দো'র

পুব আকাশে সেই দেখেছি-

সূর্য ওঠা ভোর!

মিঠে ঘ্রাণে এলো রোদের আলো

মায়ের মতো আঁচল পেতে-

বাসল ভীষণ ভালো!

মন টানে পাখির গানের গাও

বটের মূলে নদীর কুলে-

ইচ্ছা হলেই যাও।

শান্তি সুখে বেশ তো আছি বেশ

রক্ত কেনা বাংলা আমার-

সোনার বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে