শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শৈশবের আমি

আজাদ হোসেন
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
শৈশবের আমি

ইচ্ছে করে যায় হারিয়ে ছোট্ট শৈশব কালে,

যখন ছিলাম পাখির মতো উড়তাম ডালে ডালে।

কখনো-বা পাখি আমি হাওয়ার মাঝে ভাসি,

কখনো-বা ঘুড়ি আমি নীলে ঘুরে আসি।

কখনো-বা রাখাল আমি ধান শালিকের মাঠে,

ছাগল ছানার পিছু আমি ছুটছি পাটে পাটে।

ছাগল ছানা সবুজ ঘাসে সুখের ভেলায় ভাসে,

যখন ডাকি সুখী বলে অমনি ছুটে আসে।

পুকুর জলে মাছের মতো যায় ভেসে যায় আমি,

উঠার নাম তো মুখেই নিই না সেই সকালে নামি।

হঠাৎ দেখি আম্মু আসছে লাঠি হাতে নিয়ে,

ডুব দিয়ে যায় জলের তলায় লুকায় সেথায় গিয়ে।

সন্ধ্যা হলেই লক্ষ্ণী ছেলে একাই পড়তে বসি,

ইশকুলেরই সকল অঙ্ক খুব আনন্দে কষি।

দুষ্টুমিতে পাকা হলেও বাবা বলতো ভালো,

আমায় পেয়ে মায়ের মুখে ফুটত হাসির আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে