খোকা ও চাঁদ

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

রেবেকা ইসলাম
পাখিগুলো দলে দলে নীড়ে গেছে ফিরে আকাশজুড়ে আঁধার নামে আস্তে ধীরে ধীরে খানিকবাদে চাঁদটা এলো রুপোলি গোল ছাটে দেখেছ মা চাঁদটা আমার সঙ্গে সঙ্গে হাঁটে। আমি যখন থামি মাগো চাঁদও তখন থামে সেও কি তখন আমার মতো ক্লান্ত হয়ে ঘামে চাঁদের বুড়ি তখনো কি চরকি-সুতো কাটে ওই দেখ মা চাঁদটা কেমন সঙ্গে সঙ্গে হাঁটে। মাঝেমধ্যে লুকোয় গিয়ে মেঘের পালের ফাঁকে আড়াল থেকে চুপটি করে আমায় যেন ডাকে একটু পরে উঁকি মেরে হলদে আলো বাঁটে ওই দেখা যায় চাঁদমামাটা সঙ্গে সঙ্গে হাঁটে। তোমার মতো চাঁদটাও কি আমায় ভালোবাসে আমার মনে ফুরতি দেখে ঝলমলিয়ে হাসে দারুণ হতো সবাই যদি ঘুমাতাম এক খাটে দেখ দেখ চাঁদটা আমার সঙ্গে সঙ্গে হাঁটে।