গ্রিন পিস নেটওয়ার্কের বিতর্ক প্রশিক্ষণ

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

আব্দুলস্নাহ আল মুনাইম
রংপুর জেলার কাউনিয়া উপজেলার পিছিয়ে পড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মূল ধারার সুস্থ সংস্কৃতিচর্চার বিকাশ ঘটাতে ২ অক্টোবর ২০২৪ কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জলবায়ু পরিবর্তন ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠন 'গ্রিন পিস নেটওয়ার্ক।' যেখানে কাউনিয়া উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা সুস্থ সংস্কৃতির চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। দিনব্যাপী কর্মশালার উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন এবং গ্রিন পিস নেটওয়ার্কের সভাপতি ছাকিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, 'কাউনিয়া উপজেলায় প্রথমবারের মতো এমন আয়োজন, যা সত্যিই প্রশংসনীয়। গ্রিন পিস নেটওয়ার্কের এমন উদ্যোগকে কাউনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এমন যে কোনো উদ্যোগে কাউনিয়া উপজেলা প্রশাসন গ্রিন পিস নেটওয়ার্কের পাশে থাকবে।' উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, 'কাউনিয়া উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা মনে করি। এমন সুন্দর আয়োজন বারবার হবে বলে আমরা আশাবাদী। যে কোনো প্রয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পাশে থাকবে।' দিনব্যাপী এই কর্মশালায় রংপুর ডিবেটিং সোসাইটির একটি চৌকস দল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্ক পরিচিতি, বিতর্কের মূল কাঠামো, সনাতনী বিতর্কের মূল পাঠ প্রতিষ্ঠানভিত্তিক বিতর্ক দল গঠন ও দলীয় অনুশীলনসহ বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন রংপুর ডিবেটিং সোসাইটির সদস্যরা। রংপুর ডেবেটিং সোসাইটির সদস্য বলেন, 'উপজেলা পর্যায়ে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আমরা খুবই আনন্দিত এখানে উপস্থিত হতে পেরে। ভবিষ্যতে আবারো আসতে চাই।' কর্মশালায় অংশগ্রহণ করা কাউনিয়া উপজেলার ৫টি প্রতিষ্ঠান কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাউনিয়া কলেজ, কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কাউনিয়া মহিলা কলেজ ও ধর্মেশ্বর মহেশা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা এমন কর্মশালায় উপস্থিত হতে পেরে তারা খুবই উচ্ছ্বসিত। ভবিষ্যতে এমন কর্মশালার পাশাপাশি তারা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। তারা চায় সুস্থ সংস্কৃতি চর্চা সবখানে ছড়িয়ে পড়ুক। অনুষ্ঠানে গ্রিন পিস নেটওয়ার্ক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে গ্রিন পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা আল আমিন ইসলাম বলেন, 'আমাদের সংগঠন জলবায়ু পরিবর্তন এবং শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। তার ঐ পরিপ্রেক্ষিতে আমাদের এই আয়োজন। এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন ও আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের সবাইকে গ্রিন পিস নেটওয়ার্ক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভবিষ্যতে কাউনিয়ায় এমন আরও আয়োজন হবে ইনশাআলস্নাহ।'