মাইক্রোবায়োলজিতে পড়াশোনা
প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতিমান অধ্যাপক, মানবাধিকার বিজ্ঞানী ও বহু গ্রন্থের প্রণেতা ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। তার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ৩ শতাধিক শিক্ষক পাঠদানে নিয়োজিত আছেন।
অণুজীববিজ্ঞান হলো বিজ্ঞানের এমনই একটি শাখা, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব (ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ইত্যাদি) সম্পর্কে আলোচনা করা হয়। বিজ্ঞানীদের মতে, 'মাইক্রোবায়োলজি মানবজীবনের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। কেননা একটি ক্ষুদ্র অণুজীব কতটুকু শক্তি রাখে, তা সাধারণভাবে অনুমান করা সম্ভব নয়। তা নির্ণয় করা সম্ভব মাইক্রোবায়োলজির মাধ্যমে। বায়োকেমিস্ট্রি মূলত জীববিজ্ঞান ও রসায়নের মধ্যে সেতুবন্ধ। এসব দিক সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিষয়টির যাত্রা শুরু হয়েছে। ড. আসাদুজ্জামান শিশির মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান। ড. শিশির জানান, মাইক্রোবায়োলজি অধ্যয়নের মাধ্যমে যেসব ক্ষেত্রে কর্ম ও গবেষণার সুযোগ রয়েছে সেগুলো হলো-
একাডেমিয়া, হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, বায়োমেডিকেল সেক্টর, গবেষণা সংস্থা, ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য শিল্পকারখানা, বায়োটেক শিল্পকারখানা, কৃষি খাত, জৈবশক্তি উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা খাত, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থায়। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। মাইক্রোবায়োলজি বিভাগের টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। এখানে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। রয়েছে দেশি-বিদেশি পর্যাপ্ত বই ও জার্নাল। লাইব্রেরিতে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পড়াশোনা করতে পারে। প্রয়োজনে তারা লাইব্রেরি থেকে বই বাসায় নিয়ে পড়াশোনা করতে পারে। তার জন্য রয়েছে লাইব্রেরি কার্ড। ই-লাইব্রেরির কার্যক্রম চলছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাঁতারকুলে অবস্থিত। ফোন : ০১৯৩৯৮৫১০৬০। যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকুল, বাড্ডা। ৬৬, গ্রিন রোড, ঢাকা।