নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিবিসিডিসি'র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাসিব মীর
বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই। বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। পরিবেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষরাজি অনেক কম। দিন দিন বৃদ্ধি পাচ্ছে পরিবেশের তাপমাত্রা। দেশ সাজানোর দায়িত্ব যখন শিক্ষার্থীদের হাতে, তখন পরিবেশকেই আগে সাজানো দরকার। স্থিতিশীল করা দরকার। সেই লক্ষ্যেই নতুন বাংলাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। সোমবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিতে সংগঠনটি প্রাথমিকভাবে ১৫ প্রজাতির প্রায় ১০০টি গাছ রোপণ করেন। বট, তাল, নিম, জলপাই, আমলকী, জাম, গাব, চালতা, বিলম্বি, আম, পেয়ারা, তেঁতুল, লটকন, সফেদা ও সুপারি গাছ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষরাজি আবহাওয়ার তাপমাত্রা হ্রাস করে, বাতাসে আর্দ্রতা বাড়ায় ও ভূমিক্ষয় রোধ করে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় জিবিসিজিডিসি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তাদের এ উদ্যোগকে সাদুবাদ জানাই। জিবিসিডিসি'র সাংগঠনিক সম্পাদক নাসিম বলেন, সবুজায়নের লক্ষ্যে আমাদের এ কর্মসূচি। আমরা মানব বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ বছর ১০০০ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০০টি গাছ লাগানো হচ্ছে। কর্মসূচি উদ্বোধনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিবিসিডিসি'র লিড মেন্টরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।