অর্থনীতির পড়াশোনা মানুষকে সমস্যার যুক্তিনির্ভর ও বিশ্লেষণভিত্তিক সমাধান খুঁজতে শেখায়। এ ধরনের ক্ষেত্রে যাদের আগ্রহ আছে তারা অর্থনীতিতে পড়তে পারেন। অনেকের পছন্দের বিষয় অর্থনীতি। অর্থনীতি পড়ে নানাভাবে ক্যারিয়ার গড়া যায়। অর্থনীতি ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যা নিয়ে নতুনভাবে ভাবতে শেখায়, তাদের যুক্তিনির্ভর মননশীলতার প্রশিক্ষণ দেয়। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক তিন বিভাগ থেকেই অর্থনীতিতে পড়ার সুযোগ রয়েছে। এসব দিককে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থনীতি বিষয়টি পড়াচ্ছে। বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক বাবর আহমেদ জানান, ২৯ বছরে এই বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছে। পাস করা শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সততার সঙ্গে সেবাদানের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই অর্থনীতি বিভাগের গুরুত্ব অনুধাবন করেই এ বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন ও পাঠদান দেওয়া হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এখানে টিউশন ফি কম। শিক্ষার মানের দিক থেকে আমরা আপস করি না। উলেস্নখ্য, এখানে অর্থনীতি বিভাগে ৪ বছরের অনার্স কোর্সের ফি মাত্র ২ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। রয়েছে দেশি-বিদেশি পর্যাপ্ত বই ও জার্নাল। লাইব্রেরিতে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পড়াশোনা করতে পারে।
যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকুল, বাড্ডা, ঢাকা। মোবাইল:০১৯৩৯৮৫১০৬০-৪