ছোটবেলা থেকেই ভাবনা ছিল মানুষের জন্য নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার। ভাবনাকে বাস্তব রূপ দিয়ে মানুষের জন্য বিনামূল্যে রক্তদানসহ সচেতনতামূলক নানামুখী কার্যক্রমের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন এক তরুণ, বলছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে মো. বোরহান উদ্দিনের (২১) কথা। বর্তমানে 'বস্নাড ফাইটার ফর হিউম্যানিটি' নামক সংগঠনের মাধ্যমে মানবিক কাজ করে যাচ্ছেন তিনি। বোরহান নিয়মিত রক্ত এবং পস্নাটিলেটদাতা। তিনি মুমূর্ষু রোগীর প্রয়োজনে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করেন। নিজে রক্ত দেওয়ার পাশাপাশি মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত ম্যানেজ করে দেন। মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রোগীর আত্মীয়স্বজনরা বোরহানের সঙ্গে যোগাযোগ করেন। রোগীর সঠিক বিস্তারিত জেনে রক্তদাতা সন্ধান করেন বোরহান। রক্তদাতা পাওয়ামাত্রই জানান রোগীর স্বজনদের। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষদের সচেতন করতে 'উঠান বৈঠক' মাধ্যমে বাড়িতে গিয়ে বিনামূল্যে সেবা পেঁৗঁছে দিচ্ছেন। উঠান বৈঠকের মাধ্যমে রক্তদানে সচেতনতা, থ্যালাসমিয়ার কুফল, মাদকের কুফল, যৌতুক, বাল্যবিয়ে রোধে সচেতনসহ গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসবের ৩-৪ দিন আগেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখাসহ সন্তান প্রসবের সময় রক্তের অভাবে সন্তান ও মাতৃমৃতু্যর প্রতিরোধে সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছেন।
মানবিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বোরহান বলেন, জীবন একটাই, চেষ্টা করেছি মানুষ হয়ে মানুষের জন্য নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার। অধিকাংশের বেশি মানুষ নিজের স্বার্থেও পেছনে ছুটে। কিন্তু তাদের থেকে নিজেকে ব্যতিক্রম রাখার চেষ্টা করছি। জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই আমার জীবনের সব নয়, মানুষের হাসি, সুখের মাঝে নিজের আত্মতৃপ্তি খুঁজে পাই।