শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

বাউবির এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের বই বিতরণ

ক্যাম্পাস ডেস্ক
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ১৮:৪৬
বাউবির এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের বই বিতরণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৪ ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারে ৫ জুলাই এই উৎসব পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত ছিলেন। ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি প্রোগ্রামের ভর্তি কমিটির সভাপতি ও ওপেন স্কুলের শিক্ষক ডক্টর মো. জাকিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর নাসিমবানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ডক্টর সাবিনা ইয়াসমিন, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ডক্টর আনিস রহমান। ওরিয়েন্টেশন ও বই বিতরণ উৎসব সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে একযোগে দেশব্যাপী বাউবি সব স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে