শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

প্রফুলস্নর আয়োজনে গাজীপুরে সেমিনার অনুষ্ঠিত

তানজিদ শুভ্র
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ১৮:৪৫
প্রফুলস্নর আয়োজনে গাজীপুরে সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিবেশবাদী সংগঠন প্রফুলস্নর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন উপজেলার খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে 'ভবিষৎ প্রজন্মকে জলবায়ু সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের ভূমিকা' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ডা. মো: বখতিয়ার। সেমিনারে মূল আলোচনা করেন- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক তুহিনুর রহমান।

বক্তারা জলবায়ু পরিবর্তনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এবং তা থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি দক্ষ, কর্মক্ষম জনশক্তি গড়ার সঙ্গে পরিবেশ সচেতন প্রজন্ম গড়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল-সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রফুলস্ন টিম।

দিবসটির এবারের প্রতিপাদ্য 'অন্তর্ভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে