রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পাবিপ্রবিতে মৌসুমি ফল উৎসব

মিকাইল হোসাইন
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ১৮:৪৪
পাবিপ্রবিতে মৌসুমি ফল উৎসব

বাংলায় আষাঢ় ও শ্রাবণ- এই দুই মাস মিলেই হয় বর্ষাকাল। বর্ষাকালে চারদিকে থৈ থৈ পানির আঁধার থাকলেও বৈচিত্র্যের এই ঋতুর পরিক্রমায় এ সময় দেখা মেলে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা জাতীয় ফল। এসব ফলের স্বাদ নিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাব আয়োজন করে 'মৌসুমি ফল উৎসব'। তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় খুব বেশি ফলের আধিক্য দেখা যায় না এই ক্যম্পাসে, তবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কতগুলো আম ও বন, কাঁঠাল গাছ বিদ্যমান। বসন্তের শুরু থেকেই প্রতিটি আঙিনায় আমের মুকুল দেখা দেয়। বৈশাখী ঝড়ে শিক্ষার্থীরা আম কুড়ানোয় মেতে ওঠে। মৌসুমি ফলের স্বাদ নিতে তাই পাবিপ্রবি প্রেস ক্লাব উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ সাজানো হয় বর্ণিল সাজে। সকাল হতেই একে একে উপস্থিত হন পাবিপ্রবি প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের গ্যালারি-২ এ জমে ওঠে আড্ডা ও ফল পরিবেশনের নানা সব আয়োজন। সাবেক সদস্যরা তাদের সোনালি অতীতের স্মৃতিচারণ করছিলেন আর নবীনরা শুনছিলেন প্রাণভরে। শুধু সাবেক সদস্যরা নয়, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মাচারীরা জড় হতে থাকেন বর্ণিল এই উৎসবে। সবাই হরেক রকমের ফলের স্বাদ নিতে নিতে ছোটবেলার নানারকম স্মৃতিচারণও করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য তো এসব ফলের সমাহার দেখে একটা গানের লাইনই আমাদের শুনিয়ে দিলেন, 'পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছারে না, গোলেমালে গোলেমালে পিরিত কইরো না।'

শিক্ষক এবং ছাত্রদের মেলবন্ধনে উক্ত অনুষ্ঠান যেন তার প্রাণ পেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে