রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

যমজ দুই ভাইয়ের মেরিটাইম ল'র সাফল্য

শাহ বিলিয়া জুলফিকার
  ২৯ জুন ২০২৪, ০০:০০
যমজ দুই ভাইয়ের মেরিটাইম ল'র সাফল্য

বাংলাদেশের চট্টগ্রামের মেরিটাইম ল' অ্যান্ড পলিসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি একটি বিশেষ ঘটনা ঘটেছে, যা সবার নজর কেড়েছে। যমজ দুই ভাই রাকিব ও মিনার, যারা চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল' অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে একসঙ্গে চান্স পেয়েছেন।

২০২৩ সালে রাকিব চট্টগ্রাম সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবং মিনার হাজী মোহাম্মদ মহসীন কলেজ থেকে আর্টস বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন। রাকিবের উদ্দেশ্য ছিল মেডিকেলে পড়াশোনা করা, কিন্তু তার বড় ভাই অ্যাডভোকেট রায়হান সোবহানের অনুপ্রেরণায় শেষ মুহূর্তে বিভাগ পরিবর্তন করে আইন বিষয়ে আগ্রহী হন। অন্যদিকে, মিনার সবসময় থেকেই আইনের প্রতি আকৃষ্ট ছিলেন।

আইন বিষয়ে রাকিব ও মিনারের আকৃষ্ট হওয়ার পেছনে তাদের পারিবারিক প্রভাব বড় ভূমিকা পালন করেছে। তাদের বড় ভাই অ্যাডভোকেট রায়হান সোবহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সফল গ্র্যাজুয়েট এবং বর্তমানে 'মিনি ল স্কুল' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। রাকিব বলেন, 'আমাদের বাবা কৃষিকাজ করতেন এবং অনেক কষ্ট করে বড় ভাইকে পড়াশোনা করিয়েছেন। বড় ভাইয়ের প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদেরও আইন বিষয়ে পড়াশোনার সুযোগ হয়েছে।' একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে চান্স।

যমজ দুই ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চান্স পেলেও তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল' অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টকে বেছে নিয়েছেন। রাকিব ও মিনারের মতে, পারিবারিকভাবে আইন বিষয়ে সম্পৃক্ততা তাদের মেরিটাইম ল' এর দিকে আকৃষ্ট করেছে।

রাকিব ও মিনারের সফলতার পেছনে তাদের বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। রাকিব বলেন, 'আমাদের বাবা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। এখন আমরা সুযোগ পেয়েছি, আলহামদুলিলস্নাহ, বাবাকে আর কষ্ট করতে হবে না। এখন তার কাজ হলো ঠিকমতো খাওয়া, ঘুমানো আর নামাজ আদায় করা।' রাকিব ও মিনারের মধ্যে সম্পর্ক খুবই ভালো। মিনার বলেন, 'আমাদের কখনোই কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। আমরা সবসময় একসঙ্গে মিলেমিশে থাকি।'

রাকিব ও মিনারের স্বপ্নও আলাদা। মিনারের স্বপ্ন একজন সফল আইনজীবী হওয়ার, আর রাকিবের স্বপ্ন একজন ভালো বিচারক হওয়ার। রাকিব বলেন, 'আমরা একসঙ্গে পড়াশোনা করতে পারব এবং আমাদের স্বপ্ন পূরণ করতে পারব ইনশাআলস্নাহ।'

বড় ভাই অ্যাডভোকেট রায়হান সোবহান বলেন, 'সারাদেশে হাজার হাজার আইনের শিক্ষার্থীকে আমরা পড়াচ্ছি এবং দিকনির্দেশনা দিচ্ছি। নিজের ছোট দুই ভাইকে দিকনির্দেশনা দিতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। রাকিব ও মিনার দুইজনেই আইন বিষয়ে পড়ছে, এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। ওদের স্বপ্ন পূরণ মানেই আমার সফলতা।'

রাকিব ও মিনারের এই সাফল্য শুধু তাদের পরিবারকেই গর্বিত করেনি, বরং এটি প্রমাণ করেছে যে, কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন যে কোনো বড় স্বপ্ন পূরণের মূল চাবিকাঠি হতে পারে। যমজ দুই ভাইয়ের এই অভাবনীয় সাফল্যের গল্পটি শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং সব শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে তাদের এই নতুন যাত্রা শুরু হয়েছে এবং আশা করা যায়, তারা তাদের স্বপ্ন পূরণে সক্ষম হবেন এবং দেশের আইন বিভাগে নতুন মাইলফলক স্থাপন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে