বশেমুরবিপ্রবিতে সভা অনুষ্ঠিত
প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) 'তথ্য অধিকার আইন-২০০৯' বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও তথ্য অধিকার কমিটির সভাপতি ডক্টর মো. রাজিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কিউ এম মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সামসুল আলম ও কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মো. মোবারক হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।