ঢাবিতে আলোচনা সভা
প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'বাজেট ২০২৪-২৫: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মো. নিজামুল হক ভূঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এম ফজলুল হক, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর তৈয়েবুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মেলিতা মেহজাবিন।