রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় ও মাভাবিপ্রবির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ক্যাম্পাস ডেস্ক
  ১৫ জুন ২০২৪, ০০:০০
নজরুল বিশ্ববিদ্যালয় ও মাভাবিপ্রবির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মধ্যে শিক্ষা-গবেষণা-উন্নয়নসহ ১৮টি ক্ষেত্রে তিন বছরের সমঝোতা চুক্তি হয়েছে। ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে ৮ জুন এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী ড. মো. তৌহিদুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, নজরুল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নজরুল ইসলাম, এপিএ ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় দু'টি শিক্ষা-গবেষণায় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত

করেন দুই উপাচার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে