বশেমুরকৃবিতে কর্মশালা

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী 'দীর্ঘমেয়াদি গবেষণা পর্যালোচনা কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ২৬ মে রিসার্চ ম্যানেজমেন্ট উইং কর্তৃক এ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় ২০১৮-২১ সালে সমাপ্ত গবেষণায় প্রকল্পসমূহের ফলাফল উপস্থাপন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. গিয়াসউদ্দীন মিয়া ও বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ডক্টর মো. আবিয়ার রহমান। দিনব্যাপী চলমান এ কর্মশালার তিনটি সেশনে গবেষকরা তাদের ১৮টি গবেষণার সারাংশ উপস্থাপন করেন।