বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

খুবির 'ডিনস অ্যাওয়ার্ড' পেলেন ৭ শিক্ষার্থী

ক্যাম্পাস ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
খুবির 'ডিনস অ্যাওয়ার্ড' পেলেন ৭ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপিস্ননের '১৯ ব্যাচের ৭ জন শিক্ষার্থীকে 'ডিনস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। ওই অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোসাম্মাৎ হোসনে আরা।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া '১৯ ব্যাচের শিক্ষার্থীরা হলেন- এগ্রোটেকনোলজি ডিসিপিস্ননের দিশা মলিস্নক (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপিস্ননের জোহরা খাতুন আখি (প্রাপ্ত সিজিপিএ ৩.৮২), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপিস্ননের সামিয়া হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপিস্ননের সানজিদা সুলতানা লিনা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপিস্ননের ফাতেমাতুজ জোহরা আন্নি (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০), ফার্মেসি ডিসিপিস্ননের অন্তরা পাল (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭) এবং সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপিস্ননের শৌভিক কর্মকার (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৫)।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপিস্ননের প্রফেসর ডক্টর মো. ইয়াছিন আলী। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপিস্ননের দিশা মলিস্নক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপিস্ননের '১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব চৌধুরী ও সুমাইয়া হক মিম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপিস্ননসমূহের প্রধানরা, শিক্ষকরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে