রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্ম ও ঈদের ছুটি
প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মের ছুটি ঈদুল আজহার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন ৪-৯ মে গ্রীষ্মের ছুটির পরিবর্তনে ঈদুল আজহার সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে ঈদ ও গ্রীষ্মের একাডেমিক ছুটি আগামী ৯-২৭ জুন পর্যন্ত থাকবে এবং ৯-২৫ জুন দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে গত ১৭ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি শেষে ১৫ দিনের ব্যবধানে গ্রীষ্মের ছুটি থাকায় একাডেমিক কার্যক্রমে জটিলতার কথা ভেবে ছুটি পেছানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। তাছাড়া সারাদেশে স্কুল কলেজ ছুটির সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২১ এপ্রিল সভা ডাকে। সভায় গরমের মাত্রা কমাতে ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহ ও সম্ভাব্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রমের সিদ্ধান্ত হয়। এছাড়া অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের ওপর অর্পণ করা হয়।