উপকূলীয় অঞ্চলের মানুষকে বিনামূল্যে মানবিক সেবা

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

বোরহান উদ্দিন
উপকূলীয় গ্রামীণ মধ্যবিত্ত সাধারণ পরিবারের বেড়ে ওঠা এক বালক। ছোটবেলা থেকেই ইচ্ছে সমাজের জন্য কিছু করার। সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ও অসহায় মানুষের জন্য মানবিক কাজ করেন। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থা থেকে মানুষের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিজ উদ্যোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই বালক। বলছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌরসভা তিন নম্বর ওয়ার্ড এর কামাল হোসেনের ছেলে আব্দুলস্না আল অভির কথা। নারায়ণগঞ্জের বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (এসবি অ্যান্ড এমডি) কোর্সের শেষ বর্ষে পড়ামোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী পস্নাটফর্মের সঙ্গে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছায় রক্তদান, ফ্রি-অক্সিজেন সেবা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তাসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করেন। করোনাকালীন সময় যখন, মানুষ ঘর থেকে বের হয় না, তখন তিনি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে নিজ উপজেলায় পরিবারের টাকায় করোনা রোগীদের ফ্রি অক্সিজেনসেবা দিয়েছেন ও মাস্ক বিতরণ করেছেন। ঘূর্ণিঝড়ের আগে উপকূলীয় অঞ্চলে সচেতনতা বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য হ্যান্ড মাইক হাতে রাস্তায় ও নদীর পাড়ে মাইকিং করতে দেখা যায়। এ ছাড়াও ঘূর্ণিঝড়ে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যেতে কাজ করেন। কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করতেও দেখা যায় এই মানবিক তরুণের সরব উপস্থিতি। উপজেলার নদীর তীরবর্তী জেলে পলস্নীর শিশুদের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাটে কোনো এক্সিডেন্ট হলে তাকে তাৎক্ষণিক ফাস্ট এইড দিয়ে হসপিটালে নিয়ে যেতে দেখা যায় তাকে। পথশিশুদের রঙিন স্বপ্ন দেখাতেও কাজ করে যাচ্ছেন। সিলেটের ভয়াবহ বন্যায় ঘরে বসে না থেকে ত্রাণ নিয়ে সিলেটের দক্ষিণ সুনামগঞ্জের দর্ঘাপাশা ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। তিনি রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া, দুর্ঘটনা, সিজার, ক্যানসারসহ বিভিন্ন অপারেশনের জন্য নিজে নিয়মিত রক্তদান করেন এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করে নতুন রক্তযোদ্ধা তৈরি করেন। উপজেলার কিছু স্কুলসহ বিভিন্ন জায়গায় ফ্রি বস্নাড গ্রম্নপিং আয়োজন করেছেন। মানবিক কার্যক্রম সম্পর্কে অভি জানান, নিজেকে সর্বত্র মানবিক কাজে নিয়োজিত রাখবো, নতুন ভলান্টিয়ার তৈরি করে সমাজকে মানবিক ও সচেতনতার সমাজ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। অসহায়, ভূমিহীন ও ভবঘুরে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।