বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি হলো প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান। এতে প্রাণের রসায়ন নিয়ে জটিল জীবনকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা করা হয়। প্রাণ রসায়ণের সবচেয়ে আধুনিক শাখা হলো মলিকুলার বায়োলজি, যেখানে জীবনের রহস্য ব্যাখ্যা করা হয় মলিকুলার পর্যায়ে। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি সাবজেক্ট হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার। সাধারণত বায়োকেমিস্ট্রি হলো প্রাণরসায়ন বিজ্ঞান। বায়োকেমিস্ট্রি মূলত জীববিজ্ঞান ও রসায়নের মধ্যে সেতুবন্ধন। এ বিষয় সামনে রেখে দেশে ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ বিষয়টির যাত্রা শুরু হয়েছে।
ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া মান্নান বলেন, বিজ্ঞানের এই শাখায় শিক্ষা ও গবেষণার মাধ্যমে জীবনের মৌলিক কার্যকলাপের অনুধাবন ও পর্যবেক্ষণ করা হয় এবং এর মাধ্যমে জীবনের রহস্যময় শারীরবৃত্তীয় এবং বিপাকীয় প্রক্রিয়ার পেছনের ক্ষুদ্রাতিক্ষুদ্র নিয়ন্ত্রণ প্রক্রিয়া অধ্যয়ন করা হয়। সারাবিশ্বকে আমূল নাড়িয়ে দেওয়া সাম্প্রতিক করোনা মহামারি মোকাবিলায় বায়োকেমিস্ট্রির অবদান সর্বজনবিদিত ও একাডেমিক অঙ্গনে বিশ্বব্যাপী নন্দিত। এ ছাড়া বিভিন্ন ধরনের রোগের কারণ, প্রতিকার এবং প্রতিরোধের জন্য বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির গবেষণালব্ধ জ্ঞান আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এ বিষয়ে পড়াশোনা করে চমৎকার ক্যারিয়ার গড়া সম্ভব। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।
যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকুল, বাড্ডা। ফোন: ০১৯৩৯৮৫১০৬০। িি.িফরঁ.ধপসধঃঃবৎ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাঁতারকুলে অবস্থিত।