শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিদেশে উচ্চ শিক্ষার প্রস্তুতি

আতিকুল ইসলাম
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
বিদেশে উচ্চ শিক্ষার প্রস্তুতি

ছোটবেলা থেকেই বৈমানিক হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম। জীবনের নানা উত্থান-পতন এড়িয়ে আজ যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য ইনস্টিটিউটে কাজ করছি লেভেল টু টিচার হিসেবে। আমার জন্ম কুমিলস্নার লাকসামের মোহাম্মদপুরে। এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করি লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় এবং কুমিলস্না ইস্পাহানী পাবলিক স্কুল এবং কলেজ থেকে। এইচএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হই। ছাত্রজীবন থেকেই আমি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের ক্যাম্পাস এম্বাসেডর, নীলস বাংলাদেশ, ব্রাইট বাংলাদেশ, স্পৃহাসহ অনেক সামাজিক এবং মানবিক প্রতিষ্ঠানে নিয়োজিত ছিলাম। কলেজ লাইফ থেকে বিদেশে উচ্চশিক্ষায় ব্যাপক আগ্রহ ছিল আমার। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরেই আমি যোগদান করি লিড বাংলাদেশে। সেখানে ২ বছর জব করার পর আমি চাকরি করি ব্যাংকসহ আরও কিছু আইটি প্রতিষ্ঠানে। এরই মাঝে চলতে থাকে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি। অফার পাই মেমোরিয়াল ইউনিভার্সিটি নিউফাউন্ডল্যান্ড এ রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে। আমার সাবজেক্ট ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এবং রিসার্চ টপিক ছিল নিউফাউন্ডল্যান্ডের কোস্টাল এরিয়ার সংরক্ষণকে কেন্দ্র করে। সেখানে আমি প্রায় বছরে ২০,০০০ কানাডিয়ান ডলারের ভাতা পেয়েছিলাম। এরপর আমি এপস্নাই করি ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটিতে সম্পূর্ণ একটি ভিন্ন সাবজেক্টে। এপস্নাইড বিহেভিয়ার এনালাইসিস সাবজেক্টটি পুরো ভারতীয় মহাদেশেই অপ্রতুল। এই বিশেষ সাবজেক্টটি পড়ার সুযোগের পাশাপাশি আমি সুযোগ পাই একটি সুনামধন্য রিসার্চ প্রতিষ্ঠানে শিক্ষকতা করার। আমার বিশ্ববিদ্যালয় থেকেই এই সুযোগটি করে দেওয়া হয়। কিন্তু ভাগ্যের পরিহাস কোভিড পরিস্থিতি এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমাকে ২ বছরের মতো অপেক্ষা করতে হয়। আমি হাল ছাড়িনি নানা বিপত্তি সত্ত্ব্বেও। ২০২৩ সালের মে মাসে আমি লেকচারার হিসেবে যোগদান করি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশে। ২০২৩ সালের আগস্ট মাসে আমার ভিসা কনফার্ম হয় এবং আমি আমার কর্মস্থল এবং বিশ্ববিদ্যালয়ে যোগদান করি যথাক্রমে ২০ এবং ২৫ সেপ্টেম্বর, ২০২৪। আজ ৬ মাস সফলতার সঙ্গে আমি শিক্ষকতা এবং নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আমার পথটা সুমধুর ছিল না, ছিল নানান বিপত্তি। কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি। ব্যক্তিগতভাবে আমি ধর্ম মেনে চলার আপ্রাণ চেষ্টা করি এবং মহান আলস্নাহর নিকট অশেষ শুকরিয়া, তিনি আমাকে প্রতিটি পদক্ষেপে অনেক সহযোগিতা করেছেন। আমার ভবিষ্যৎ চিন্তা এখন একজন Board Certified Behaviour analyst হওয়ার। যাতে আমি দেশের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা এবং স্পেশাল এডুকেশনের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারি। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য কিছু কথা: ৩টি জিনিস আপনাকে মনে রাখতে হবে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে: ১.পরিকল্পনা ২.প্রস্তুতি ৩.সফলতা আপনার খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই, এরপর আপনার নিতে হবে প্রস্তুতি। কিভাবে আপনার ইংলিশ স্কিল বাড়াবেন, রিসার্চ প্রপোজাল তৈরি করা, নির্দিষ্ট টাকা জমানো এবং কিভাবে আপনি প্রফেসরদের এপ্রোচ করবেন। এইসব কাজ সুচারুভাবে করবার পরেই আপনি আপনার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। সবার প্রতি রইল শুভকামনা। আমার জন্যে সবাই দোয়া করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে