রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 'এক্সপেস্নারিং গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামস অ্যান্ড ক্যারিয়ারস ইন কানাডা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ৬ ফেব্রম্নয়ারি এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ডক্টর রেহমান খোখার। সেমিনারের শুরুতেই ডক্টর খোখার কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যসমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন। পাশাপাশি সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশিপ, পার্টটাইম চাকরি সুবিধাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করেন। ডক্টর খোখার কানাডার করপোরেট সেক্টরে চাকরি সুবিধা ও ওয়ার্ক পারমিটের বিভিন্ন দিন সম্পর্কেও নাতিদীর্ঘ আলোচনা করেন।

ওই সেমিনারে আরো উপস্থিত ছিলেন- প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, স্কুল অব বিজনেসের ডিন, ওই অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে