সিআইপির মতো কৃষিতে এআইপি নির্বাচনের উদ্যোগ

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষিতে এগ্রিকালচারাল ইম্পোর্টেন্ট পার্সন বা এআইপি নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে কৃষি মন্ত্রণালয়। নির্বাচিত এআইপিরা সিআইপির (কমার্শিয়াল ইম্পোর্টেন্ট পার্সন) এর মতো সব ধরনের সুযোগ-সুবিধা ও সম্মান পাবেন। এই প্রথমবারের মতো কৃষিতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কৃষিমন্ত্রণালয়। গত মঙ্গলবার (১০ মার্চ, ২০২০) কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন ১ শাখা থেকে একটি বিজ্ঞপ্তিতে এআইপির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এতে কোন বিভাগ হতে এআইপি নির্বাচিত হওয়া যাবে এবং আবেদনের তারিখ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। দেশের কৃষিতে নানাভাবে যারা অবদান রাখছেন তারা সবাই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা-২০১৯ (এআইপি নীতিমালা-২০১৯) অনুযায়ী প্রথমবারের মতো এআইপি (এগ্রিকালচারাল ইম্পোর্টেন্ট পারর্সন) নির্বাচন করা হবে। এআইপি নীতিমালা-২০১৯ অনুযায়ী বিভাগসমূহে এআইপি নির্বাচনের জন্য যেসব বিষয় বিবেচনা করা হবে সেগুলোর মধ্যে রয়েছে-১. কৃষি বিজ্ঞান (জাত/প্রযুক্তি, ২. কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, ৩. রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, ৪. স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন ও ৫. বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক প্রাপ্ত। আবেদন দাখিল ও বাছাইয়ের তফসিলসমূহের মধ্য রয়েছে। আগামী ১৪ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে উপজেলা কমিটির কাছে নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।