গাইবান্ধায় নার্সারি ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ

প্রকাশ | ০১ মার্চ ২০২০, ০০:০০

খোন্দকার মো. মেসবাহুল ইসলাম
ফল, মসলা ও সবজি উৎপাদনে উন্নতমানের চারা ও কলম সরবরাহের মাধ্যমে দেশের পুষ্টি উন্নয়নে বেসরকারি নার্সারি মালিকদের অংশগ্রহণে নার্সারি ব্যবস্থাপনার ওপর এক প্রশিক্ষণ গাইবান্ধা হর্টিকালচার সেন্টারে গত ২৩ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে গাইবান্ধা জেলার ৬০ জন বেসরকারি নার্সারি মালিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নার্সারিতে উন্নতমানের চারা ও কলম উৎপাদনের আধুনিক কলাকৌশল, নার্সারির বিভিন্ন ফল, সবজি, মসলা, ফুলের চারা, মাতৃগাছের বিভিন্ন রোগ, পোকামাকড় নিয়ন্ত্রণ, সেচ ও ছাঁটাই ব্যবস্থাপনা, নতুন নতুন দেশি-বিদেশি ফল, ফুলের জাত পরিচিতিসহ নার্সারি ব্যবসার সম্ভাবনা, সমস্যা ও সমাধানের উপায় এবং নার্সারি গাইডলাইন ২০০৮ সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী; সিনিয়র হর্টিকালচারিস্ট কৃষিবিদ ড. সাইখুল আরিফিন।