বোয়ালখালীতে লোকালয়ে অজগর
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৩৩

বোয়ালখালীতে বিশাল আকৃতি এক অজগর সাপকে জনতার হাত থেকে উদ্ধার করেছেন ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। লম্বায় ১২ফুট।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কের বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য শাওন বলেন, অজগর খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি। সেটি খাল পাড়ে বিল হয়ে সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। খবর পেয়ে দ্রুত জনতার কবল থেকে উদ্ধার করি। বন বিভাগকে জানিয়েছি, তারা আসলে হস্তান্তর করবো।
এর আগে রাত ৮টার সময় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠোনে সাড়ে ৪ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন। খবর পেয়ে সাপটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এসেছি। বন বিভাগের লোকজন আসলে সাপটিকে দিয়ে দেওয়া হবে।